AC কিভাবে কাজ করে? AC কেনার সময় কি কি জানা দরকার?

 

How Air Conditioner Works?

Air Condition


আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের যানাবার চেষ্টা করব যে, এয়ার কন্ডিশন কিভাবে কাজ করে এবং যেহেতু গরমের সিজন আসছে তাই এয়ার কন্ডিশন কেনার সময় কোন কোন বিষয় গুলো মাথায় রাখা দরকার। আশাকরি এই আর্টিকেলটি পড়ার পর AC কেনার সময় আপনাদের আর কোন সমস্যা হবে না।

তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক SPLIT AC কিভাবে কাজ করে।

একটা এসির মধ্যে একে অপরের সাথে জুড়ে থাকা দুটি কয়েল রয়েছে। তার মধ্যে দিয়ে ক্রমাগত রেফ্রিজারেট ফ্লুইট প্রবাহীত হতে থাকে। ঘরের মধ্যে যে কয়েল টা লাগানো থাকে সেটাকে EVAPORATOR বলা হয়ে থাকে আর বাইরের দিকে যে কয়েল টা লাগানো থাকে সেটাকে CONDENSER বলা হয়ে থাকে।

জলবিদ্যুৎ কেন্দ্র কিভাবে কাজ করে? Hydroelectric Power Plant

আর এর Basic Working Principal একেবারে সিম্পল।

একটা এয়ার কন্ডিশনারে কাজ হলো ঘরের মধ্যে থাকা ইভাপুলেটর কে ঠান্ডা রাখা অর্থাৎ রুমের তাপমাত্রার থেকে বেশি ঠান্ডা রাখা। আর কনডেনসার কে গরম রাখা অর্থাৎ বাইরের পরিবেশের তাপমাত্রার থেকে গরম রাখা। এর সাহায্যে ঘরের মধ্যে থাকা ইভাপুরেটর রুমের হিট কে মেইনটেইন করবে এবং বাইরে থাকা হিট কে পরিবেশের মধ্যে রিলিজ করে দেবে। 


এ কাজটি করার জন্য এয়ার কন্ডিশনের মধ্যে আরো দুটি কম্পোনেন্টের দরকার হয়।

একটা COMPRRESSOR

COMPRRESSOR
COMPRRESSOR


আর একটা হলো EXPANSION VALVE.

EXPANSION VALVE
EXPANSION VALVE

এই কম্প্রেসারটির মধ্যে রেফ্রিজারেটর টার প্রেশার বাড়িয়ে তার তাপ টাকেও বাড়িয়ে দেওয়া হয়। তাই কম্প্রেসারের আউটপুটে যে রেফ্রিজারেট বেরোয় সেটা পরিবেশের টেম্পারেচারের চেয়ে বেশি গরম হয়। এর পর যখন গরম রেফ্রিজারেট কন্ডেন্সারের পাইপের মধ্য দিয়ে পাচ করে তখন তার তাপ টা পরিবেশের মধ্যে বেরিয়ে যায়। এই কাজটাকে সহজে করার জন্য কন্ডেন্সারে ফ্যান লাগানো থাকে।

What is Thermal Power Plant and how does it work? তাপবিদ্যুৎ কেন্দ্র কিভাবে চলে?

আর যখন রেফ্রিজারেটরের মধ্য দিয়ে হিট টা বেরিয়ে যায় তখন সেটা গ্যাস থেকে লিকুইডে পরিনত হয়। এর পর কন্ডেন্সারের এক্সিডে একটা এক্সেপশন বাল্ব লাগানো থাকে। আপনি হয়তো যানেন কোন লিকুডের প্রেশারকে যদি জোর করে কমানো যায় তবে সেটা গ্যাসে পরিনত হয়। আর ঠিক এই কাজটা এক্সেপশন বাল্বের মধ্যে হয়। যার সাহায্যে কন্ডেন্সারের মধ্যে থেকে আশা লিকুেইট রেফ্রিজারেটকে পুনরায় গ্যাসে পরিনত করে আপনার ঘরের মধ্যে থাকা ইভাপুলেটেরে পাঠিয়ে দেয়। আর এই পরিস্তিতি তে ঐ রেফ্রিজারেটরের টেম্পারেচার আপনার রুম টেম্পারেচারের থেকে অনেক কম হয়। যার সাহায্যে আপনার ঘর কে ঠান্ডা রাখতে পারে। 

Bitcoin কি ও কিভাবে কাজ করে?

মোটামুটি বাড়ির AC এভাবেই কাজ করে।

এবার যানা যাক AC কিনতে যাওয়ার সময় কি কি মাথায় রাখা দরকার? একটা AC কিনতে যাওয়ার সময় নানান প্রশ্ন মাথায় আসতে পারে

যেমন, কোন AC কিনবেন? 

SPLIT AC না WINDOW AC 

তারপর, কত টনের AC কিনবেন?

1 টন, 1.5 টন না কি 2 টন।

এই সমস্ত সমস্যা মিটে গেলে আরও একটা সমস্যা আছে সেটা হলো;

How to Create Payoneer Account 2021 with Full Verification Process for Bangladesh

INVERTER AC কিনবেন না NORMAL AC কিনবেন?

তো এই সব কিছুর সমাধান ডিটেইলে আজকে আমি আপনাদের বলবো। আমি কিন্তু একেবারে এক্সপার্ট নয়, যতটুকু যানি ততোটুকু বোঝানোর চেষ্টা করছি। যদি কোন ভুল হয় তবে অবশ্য কমেন্টে যানাবেন।

প্রথমে, দেখা যাক WINDOW AC কি? আর SPLIT AC কি?

WINDOW AC নাম থেকেই আপনি বুঝতে পারছেন এটি কি রকম হতে পারে। এটা একটা বড় সাইজের ইউনিট হয় যা আপনার কোন জানালাতে ফিট হয়ে যায়। তো এক্ষেত্রে আপনার যানালাটা ব্লক হয়ে যাবে। আর ঐ যায়গাতে ফিট হয়ে যাবে। আর এর অর্ধেকটা আপনার ঘরের মধ্যে থাকবে এবং অর্ধেকটা বেরিয়ে থাকবে। তবে সমস্যা হলো এমনও রুম আছে যেখানে কোন জানালা থাকে না। কিংবা হতে পারে আপনি আপনার জানালা টাকে ব্লক করতে চান না।

The best antivirus software for 2021

তখন সে ক্ষেত্রে আপনার কিনতে হবে SPLIT AC।  

SPLIT AC-র একটা ইনডোর ইউনিট হয় আর একটা আউটডোর ইউনিট হয়। ইনডোর ইউনিটে লাগানো থাকে ইভাপুলেটর এবং আউটডোর ইউনিটে লাগানো থাকে কন্ডেন্সার। একটু আগে যেমন আমি বলেছিলাম। ওটা প্রকৃতপক্ষে SPLIT AC কিভাবে কাজ করে সেটাই বুঝাচ্ছিলাম।

তো এ ক্ষেত্রে ইনডোর ইউনিট টা তো আপনার ঘরের মধ্যে থাকবে এবং আউটডোর ইউনিটটি কে আপনি আপনার বাড়ির বাইরের কোন দেওয়ালের সঙ্গে ফিট করে দিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আউটডোর ইউনিটির পাশে অনেকটা ফাকা জায়গা থাকে। একটু স্পেস এর দরকার হয় তা না হলে হিট টা তাড়াতাড়ি রেডিয়েট হতে পারে না। এক্ষেত্রে ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিটের মধ্যে যে পাইপ লাইন টা থাকে সেটাকে আপনার দেওয়ালের মধ্যে থেকে একটা ছোট্ট ছিদ্র করে নিয়ে যাওয়া হয়। এ কারনে আজ কাল বেশিরভাগ মানুষ SPLIT AC কিনতে পছন্দ করে। 

তো আশা করি বুঝতে পারলেন যে, WINDOW AC আর SPLIT AC কি?

আর এটা যখন আপনি ডিসাইট করে নেবেন আপনি কোনটা কিনবেন তারপর আপনার সামনে প্রশ্ন আসবে যে কত টনের AC কিনবেন? 

প্রথমে, জেনে নেওয়া যাক এই টন টা কি?

যদি বলে এক টনের AC তাহলে আপনার বুঝতে হবে আপনার ঘরের মধ্যে এক টন ভরপ রেখে দিলে সেটা আপনার রুমকে যত তাড়াতাড়ি ঠান্ডা করতে পারবে ঐ এসিটার ক্ষমতা ততোটা। তার মানে বুঝা যাচ্ছে যত টনের AC আপনি নিবেন আপনার রুম ততো তাড়াতাড়ি ঠান্ডা হবে। কিন্তু যদি ছোট রুমের মধ্যে আপনি বেশি টনের AC লাগান তবে সেই রুমটা তাড়াতাড়ি তো ঠান্ড হবে কিন্তু আপনার ইলেক্ট্রিক খরচও অনেক বেশি হয়ে যাবে। এই জন্য যখনই আপনি কোন AC-র টন কে সিলেক্ট করবেন তখন আপনাকে দেখতে হবে আপনার রুমের সাইজ কতটা। কারন ছোট রুমের মধ্যে যদি আপনি বেশি টনের AC-কে ব্যবহার করেন তবে এনার্জিও লস হবে এবং তার সাথে ইলেক্ট্রিক বিলও অনেক বেশি আসবে। তারপরও বেশি টনের AC-র দামও বেশি হয়। রুম যদি আপনার 100 স্কয়ার ফিটের থেকে ছোট হয় তবে এক টন বা, এক টনের থেকে কম AC-তে আপনার কাজ চলে যাবে।

যদি 100 থেকে 150 স্কয়ার ফিটের মধ্যে রুম হয় তবেও আপনি এক টন AC-তে কাজ চালিয়ে যেতে পারবেন ভালো ভাবে। ‍যদি 150 থেকে 200 স্কয়ার ফিটের মধ্যে হয় তবে দেড় টনের AC আপনার লাগাতে হবে। এ কারনে যখন আপনি AC কিনতে যাবেন তখন ওখানে যেয়ে আপনি বলে দিবেন আপনার রুমের সাইজ কত।

কত স্কয়ার ফিট আছে সেটা যদি আপনি হিসাব না করতে পারেন তবে আপনার রুম লম্বা কত টুকু এবং চওড়া কত ফিট সেটা বলে দিলেও হয়ে যাবে ওরা ক্যালকুলেশন করে নিবে। 

Best gaming keyboard for 2021

Based Guidance For School Garden Success

এবার আর একটা প্রশ্ন হলো যে, কত স্টারের (★) AC আপনি কিনবেন?

1★ পাওয়া যায়, 2★★ পাওয়া যায়, 3★★★ পাওয়া যায়, 4★★★★ এবং 5★★★★★ ও পাওয়া যায়। তো আপনার ক্ষেত্রে কোনটা কেনা উচিৎ? 

এই স্টার গুলো কিন্তু কুলিং এর উপর কোন এফেক্ট ফেলে না। মানে এমন নয় যে 1★ এর AC কম ঠান্ডা করবে আর 5★ এর টা বেশি।

এর মাধ্যমে বোঝানো হয় আপনার ইলেক্ট্রিসিটি কতটা খরচা হবে? মানে স্টার (★) যত বেশি হবে ততো ইলেক্ট্রিসিটি কম খরচা করবে আর স্টার যত কম হবে ইলেক্ট্রিসিটি ততো বেশি খরচা হবে।

সবাই জানে AC কেনাটা বড় ব্যাপার নয় AC চালানো বা, মেইনটেইন করাটা অনেক ব্যয়বহুল হয়ে যায়। 

ধরুন একটা 1★ এর AC প্রতিদিন ১২ ঘন্টা করে ৫ মাস চালালেন। তাহলে যদি আপনার ইলেক্ট্রিসিটি বিল 10,000 টাকা আসে তবে সেটা 3★ হলে হয়তো সেটা 9,000 টাকা আসবে এবং 5★ হলে হয়তো 8,000 টাকার কম আসতে পারে।

তবে এ দামটা শুধু মাত্র তুলনা করে আপনাদের বুঝানোর জন্য বললাম। একুরেট এটাই আসবে এমন কিন্তু নয়। মানে বোঝাতে চাইছি যে ইলেক্ট্রিকের বিল কম আসবে যদি আপনি বেশি স্টারের AC কেনেন।

তবে আরও একটা বিষয় রয়েছে যদি আপনি কন্টিনিউয়াসলী AC না চালান তবে কিন্তু আপনার বেশি স্টারের AC নিয়ে খুব একটা বেশি লাভ হবে না। কারন বেশি স্টারের AC-র দামও অনেক বেশি হয়। এ কারনে আপনার যে এক্সট্রা টাকা টা খরচ করতে হবে বেশি স্টারের AC কেনার জন্য সেই টাকা টা ইলেকট্রিসিটি বাচিয়ে খুব তাড়াতাড়ি তুলে নিতে পারবেন না। এ কারনে যারা বেশিক্ষণ AC চালায় তাদের বেশি ★ এর AC কেনা লাভজনক। কিন্তু যারা কম চালায় তাদের জন্য বড় একটা ইফেক্ট পড়ে না।

Low Intelligence Among Top Heart Health Risks

এবার জানা যাক একটি INVERTER AC এবং NON-INVERTER AC-র মধ্যে পার্কের কি?

দেখুন একটি NON-INVERTER AC-র মধ্যে যদি 25° সেট করে দেন তখন কমপ্রেসার চালু হবে এবং 23° বা, 24° তাপমাত্রা হবার পর কমপ্রেসার টি বন্ধ হয়ে যাবে। তারপর আপনার রুমের টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং 25° যখন ক্রস করে যাবে তখন পুনরায় আবার কমপ্রেসর চালু হয়ে যাবে। NON-INVERTER AC-তে এই কমপ্রেসার বার বার চালু হয় আর বার বার বন্ধ হয়। এই কারনে ইলেক্ট্রিসিটি বেশি খরচা হয়।

কিন্তু NVERTER AC-তে এরকম হয় না। NVERTER AC-তে এমন একটা কমপ্রেসার ব্যবহার করা হয় যেটা বন্দ হয় না। এ ক্ষেত্রে যদি আপনি 25° সেট করে রাখেন তবে রুম টেম্পারেচার 25° হওয়ার পরেও কমপ্রেসার বন্দ হয়ে যায় না ধিরে ধিরে কমপ্রেসার চলতে থাকে এবং 25° কে মেইনটেইন করতে থাকে। এই কারনে ইলেক্ট্রিসিটি অনেক কম খরচ হয়। তাহলে আমরা বুঝতে পারছি 5★ NVERTER AC সব থেকে কম ইলেক্ট্রিসিটি ইউজ করে। 1 NON-INVERTER AC সব থেকে বেশি ইলেক্ট্রিসিটি ইউজ করে। 

এত সব কিছু জানার পর মনে হতে পারে আপনার কোন কম্পানির AC-টা কেনা উচিৎ হবে। তাহলে আপনার লক্ষ রাখতে হবে আপনার এলাকাতে কোন কম্পানির AC-র সার্ভিস সেন্টার আছে।

কারন, হয়তো আপনি অনলাইনে অনেক কম দামে AC কিনতে পারবেন কিন্তু যদি কোন প্রবলেম হয় তবে অনেক সমস্যার সম্মুখিন হতে হবে। এ কারনে দেখে নিন কোন কম্পানির সার্ভিস সেন্টার আপনার বাড়ির কাছে রয়েছে। আর এ সব বিবেচনা করে আপনি ডিসাইট করুন কোন কম্পানির AC কেনা আপনার লাভজনক হবে।

তো আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি AC কেনার আগে কোন কোন বিষয়ের দিকে লক্ষ রেখে AC কিনবেন। এছাড়াও যদি কিছু মিস করে থাকি তবে অবশ্য কমেন্ট করে জানাবেন। আর যদি এমন কেউ চেনা পরিচিত থাকে AC কেনার প্লান করছে তাকে অবশ্য এটি শেয়ার করবেন।

ধন্যবাদ!!!


Previous Post
No Comment
Add Comment
comment url