Leather jacket guide | ছেলেদের জন্য সেরা Leather Jacket | Best leather jacket for men | Jacket style.

 হায় বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো কিভাবে একজন ছেলে নিজের জন্য বেস্ট একটি লেদার জ্যাকেট চুজ করতে পারে। 
Leather jacket guide | ছেলেদের জন্য সেরা Leather Jacket | Best leather jacket for men | Jacket style
Leather Jacket জ্যাকেট জগতের সব থেকে এট্রাকটিভ, এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম জ্যাকেট হলো এই লেদার জ্যাকেট। আপনি যদি একটি ব্র্যান্ডের আর্টিফিশিয়াল লেদার জেকেটও কেনেন তারপরও এটি খুব সহজেই তিন থেকে চার বছর লাস্টিং করবে। কাজেই লেদার জ্যাকেট একটি long-term ইনভেসমেন্ট এর মধ্যে পরে। মানে এটিতে আপনি একবার ইনভেস্ট করলে অনেক লম্বা সময় পর্যন্ত চালিয়ে নিতে পারবেন। কাজেই লেদার জ্যাকেট কেনার সময় আপনার অনেক বুঝে শুনে সতর্কতার সাথে একটি লেদার জ্যাকেট কিনতে হবে। তো আপনি এটা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের এই লেখাটি হতে চলেছে একটি কমপ্লিট লেদার জ্যাকেট বাইং গাইড। 
Leather Type
জ্যাকেটের লেদার মূলত তিন ধরনের হয়ে থাকে।
নাম্বার ওয়ান সিন্থেটিক অথবা আর্টিফিশিয়াল এই লেদার গুলো তৈরি করাতে কোন প্রকার পশুর চামড়া ব্যবহার করা হয় না। এগুলো নানারকম কেমিক্যাল দিয়ে কৃত্রিমভাবে তৈরি করা হয়। তাবে আপনি যদি পশুর চামড়ার দ্বারা তৈরি লেদার পছন্দ না করেন তাহলে আপনার জন্য এটি বেস্ট অপশন। এমন কি এই লেদারের জ্যাকেট গুলো অরিজিনাল লেদার জ্যাকেট থেকে দাম অনেক কম এবং এগুলো অরিজিনাল লেদারের থেকে লাস্টিংও কম করে।
নম্বর টু হলো নিউবুক লেদার, সহজ ভাষায় বলতে গেলে এটি একটু চিপ্কু টাইপের মানে এটির উপর যদি চা-কফি আইসক্রিম অথবা অন্যকিছু পড়ে তাহলে সেগুলোর দাগ খুব ভালোভাবে বসে যায় এবং সহজেই সেখান থেকে সেই দাগগুল উঠে না। তাই  আমি আপনাদের এই লেদারগুল  কিনতে মানা করতেছি।
নাম্বার থ্রি হচ্ছে অরিজিনাল লেদার, এই লেদার তৈরিতে আসল পশুর চামড়া ব্যবহার করা হয়। তার সাথে এই লেদার গুলো দিয়ে তৈরি জ্যাকেটগুলো পাঁচ থেকে দশ বছরেও কিছু হবে না এবং এর দামও তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। বিশেষ করে জ্যাকেটি যদি কোন  ব্রন্ড থেকে কিনেন। সো বন্ধুরা এগুলো ছিলো মোটামুটি লেদারের ধরন।
Jacket Shape

জ্যাকেটের টাইপ কিংবা সেপও তিন ধরনের হয়ে থাকে সেগুলো হলোঃ
  1. Café Racer Style
  1. Bomber Style 
  1. Biker Style
এই তিন ধরনের লেদার জ্যাকেটের মধ্যে কখনো Bomber Style জ্যাকেট কেনা উচিত না। এর কারণ হলো এই Bomber Style জ্যাকেট গুলো একেবারে ভার্সেটাইল হয়না এবং এগুলো আপনার লুক টিকে তেমন ফুটিয়ে তোলে না। লেদার জ্যাকেট কিনলে সবসময় ক্যাফে রেসার এবং বাইকার স্টাইল লেদার জ্যাকেট কিনবেন। বাইকার স্টাইল লেদার জ্যাকেটের ক্ষেত্রে আপনার লেদার জ্যাকেট যত বেশি হার্ট হবে এবং যত বেশি জিপার কিংবা অনেক চেইন থাকবে সেটি ততো বেশি অ্যাট্রাক্টিভ এবং স্টাইলিস্ট হবে। অর্থৎ আপনাকে একটি ব্যাড বয় লুক দেবে। যেটা অধিকাংশ ইয়ং পোলাপান চায়।
Your Age
অর্থাৎ বয়স, আপনি যদি একজন মেচিউড টাইপের বান্দা হন এবং আপনার বয়স যদি 25 কিংবা 26 অথবা এর উপরে হয় তাহলে একটি ক্যাফে রেসার টাইপের লেদার জ্যাকেট পরা উচিৎ। অন্যদিকে আপনার বয়স যদি 24 অথবা এর নিচে হয় অথবা আপনি যদি একজন টিনেজার্স হন তাহলে অবশ্যই অবশ্যই বাইকার লেদার জ্যাকেট ট্রাই করতে পারেন। তবে এই বিষয়টি ততটা গুরুত্বপূর্ন না। আপনি চাইলে এই গাইডলাইন মানতেও পারেন না মানতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে।
Jacket Fitting 
এই লেখাটির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো এটি। সো লেদার জ্যাকেটের ফিটিং এর জন্য মূলত তিনটি জিনিস মাথা রাখতে হবে। সেগুলো হলো আপনার বডি শোল্ডার আপনার চেস্ট কিংবা বুক এবং আপনার স্লিপ অথবা আর্মস।
সর্ব প্রথমে, সোল্ডার নিয়ে আলোচনা করব। আপনার লেদার জ্যাকেটের শোল্ডারের সেলাই টি ঠিক সেখানেই হবে যেখান থেকে আপনার হাত নিচে নামা শুরু করেছে। সহজ ভাষায় বলতে গেলে লেদার জ্যাকেট টি পরার পর আপনি যেন ভালোভাবে আপনার হাত নাড়াচাড়া করতে পারেন। মানে আপনার জ্যাকেটের শোল্ডারের সেলাইটি যেন খুব বেশি নিচে নেমে না যায় কিংবা খুব বেশি উপরও না চলে আসে।
দ্বিতীয়ত, টেস্ট কিংবা বুক, আপনার জ্যাকেটের চেইন লাগানোর পর সেটি আপনার বুকের জায়গাটিতে মাঝামাঝি টাইট হয়ে থাকবে। খেয়াল রাখবেন সেটি যেন একদম লুছ না হয়ে যায় অথবা এতটাই টাইট হয়ে যায় যাতে নিঃশ্বাস নিতে না পারেন কিংবা আপনার দম আটকে না যায়।
তৃতীয় বিষয় টি হলো, স্লিপ কিংবা আর্মস। আপনার লেদার জ্যাকেটের হাতার দৈর্ঘ হবে আপনার হাতের আঙ্গুলের জয়েন্টের এক ইঞ্চি উপর পর্যন্ত। মানে সহজ ভাষায় বলতে গেলে হাতের কব্জি পর্যন্ত। অথবা, আপনি যদি হাতে ঘড়ি কিংবা ব্রেসলেট পরেন এবং সেটি যেন দেখা যায় জ্যাকেট পরার পরও ঠিক সেই পর্যন্ত হাতার ঝুল দেখে কিনবেন। স্লিপ নিয়ে আরেকটি বিষয় হল হাতার ব্যাসার্ধ। লেদার জ্যাকেট টির হাতা যেন আপনার ফোরার্ম পর্যন্ত হোল্ড করা যাবে কিন্তু তার চেয়ে উপরে উঠবে না।
যদি লেদার জ্যাকেট ফিটিং নিয়ে কোন প্রবলেম থাকে তবে কমেন্ট করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url