Homebest shoe for winter Best shoes for winter 2022 | ছেলেদের শীত ফ্যাশনে যেসব জুতা | Winter Shoes | Winter Shoes BD

 Best shoes for winter 2022

শীতকালে পরার জন্য সেরা জুতা এই বিষয়টি বর্তমান সময় মোস্ট ডিমান্ডিং টপিক। যেহেতু শীতকাল চলছে তাই আপনি অবশ্যই এই শীতে নিজের জন্য একটি শীতের জুতা কিনবেন কিন্তু মার্কেটে অনেক প্রকার উইন্টার সু রয়েছে। আম ১০০% সিওর আপনি সু কিনতে গিয়ে কনফিউশনে পড়েছেন যে কোনটা রেখে কোনটা কিনবেন। আর সেই কারনেই আজকের এই লেখার মাধ্যমে আপনাদে বেস্ট ৫ টি সু সম্পর্কে বলবো। তো এই সু গুলো সম্পর্কে একটা ধারনা পেলে অবশ্যই নিজের জন্য একটা বেস্ট সু চুজ করতে পারবেন।


White Sneakers
White Sneakers

White Sneakers

আমি এখানে মোস্ট পপুলার সু নিয়ে কথা বলবো তো সেখানে হোয়াইট সেনেকার নিয়ে কথা না বললে কি হয়। এক জোড়া হোয়াইট সেনেকার্সকে এই শীতের অলরাউন্ডার সু ও বলতে পারেন। কারন এটি হোলো এমন একটি সু যা সকল প্রকার আউটলুকের সাথে ম্যাচ করে যায়। সেটি হতে পারে সেমি ফরমাল, ফরমাল, কেজুয়াল, সেমি কেজুয়াল ইত্যাদি। আসলে একটি প্রপার হোয়াইট স্নিকার কেনার ক্ষেত্রে অনেক গুলো বিষয় মাথায় রাখতে হয়। কারন হোয়াইট স্নিকারসের টাইপ, মেটেরিয়াল, স্টাকচার, সেপ ইত্যাদি ইত্যাদি। তাই হোয়াইট স্নিকারের উপর একটা স্পেশাল আর্টিকেল রয়েছে সেটা পড়ে নিতে পারেন। আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ সাজেশন সেটা হোলো হোয়াইট স্নেকার কেনার সময় একদম প্লেন হোয়াইট ক্লার কিনবেন। সেটিতে কোন প্রকার প্রিন্ট বা স্টিকার থাকলে পুরো লুক টাকে নষ্ট করে দেয় তাই অবশ্যই অবশ্যই এই বিষয় টি আপনার মাথায় রাখবেন।


Chelsea Boots
Chelsea Boots

Chelsea Boots

একটি লেদার জ্যাকেট কে যেমন সকল জ্যাকেটের কিং বলা হয় তেমনি এই Chelsea Boots কে ও সকল প্রকার সু এর কিং বলা হয়। কারন এই Chelsea Boots টি আপনাকে একটা সুপার ডুপার প্রিমিয়াম লুক দেবে। আর সব থেকে বড় বেপার হলো এটি অত্যন্ত আনকমান মানে খুব কম লোকেই এটি পরে। তাই আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ এই Chelsea Boots পরে আপনি অন্যদের থেকে আলাদা একটা লুকে যেতে পারেন। আর এই Chelsea Boots গুলোর আর একটি বড়ো এডভান্টেজ হলো অনেক বেশি টেকসই যদি তা যে কোন ব্রান্ড থেকে কেনেন। তো এটির আবার ডিসএডভান্টেজ ও রয়েছে সেটি হলো যাদের পা অত্যাধিক চিকন হয় তাদের কখনোই Chelsea Boots কেনা উচিত নয়। কারণ Chelsea Boots এর যে মুখটা থাকে সেটি তে কোন রকম ফিতা থাকে না যার ফলে চাইলেও সেটা কে টাইট করতে পারবেন না। অর্থাৎ আপনার পা যদি চিকন হয় তাহলে এই Chelsea Boots টি পরলে পায়ের উপরের দিকে অনেক ফাঁকা জায়গা থাকবে, যেটা দেখতে খুব বিশ্রী লাগবে। এমন কি প্যান্ট এর সাহায্যে সে জায়গাটি ঢেকে দেওয়ার চেষ্টাও করেন তার পরে ও উপরের দিক থেকে অনেক খারাপ দেখা যাবে এবং বোঝা যাবে। কাজেই পা যদি অনেক চিকন হয় তাহলে Chelsea Boots না কেনাই শ্রেয়। আর যদি পায়ের গোড়া মাঝামাঝি মোটা অথবা মোটা হয় সে ক্ষেত্রে আপনি অবশ্য এটি কিনতে পারেন।


Biker Boots
Biker Boots

Biker Boots

এই বুট টি ও Chelsea Boots এর মতো অনেক অনেক বেশি এট্রাকটিভ। সবচেয়ে বড়ো কথা হলো এটি তাদের জন্য বেস্ট অপশন যাদের পা চিকন। কারন এই বুট গুলোতে উপর পর্যন্ত লেস কিংবা ফিতা থাকে। তাই আপনি যদি সেই ফিতা গুলোকে প্রোপারলি টাইট করে বেধে নেন তবে এই বুট টি পায়ে খুব সুন্দর ভাবে ফিট হয়ে থাকবে। এই সু গুলোও কিন্তু নানা রকম আউটলুকের সাথে ম্যাচ করে পরতে পারবেন অর্থাৎ না না ভাবে স্টাইল করতে পারবেন। আপনি যদি এমন একটা জায়গা থাকেন যেখানে ভিষণ ঠান্ডা বা, বরফ পড়ে তাহলে এই জুতাটি আপনার জন্য বেস্ট অপশন। কারন এই খানে যে সু গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে তার মধ্যে সব থেকে গরম ধরে রাখতে পারে এই জুতা টি। এছাড়া যদি আপনি ট্রাভেলিং করতে ভালোবাসেন তাহলে এই জুতা একটি বেস্ট অপশন। মেইন বিষয় টি হলো এই জুতার সোলে অনেক বিট থাকে কোন ভাবে এটি পরে স্লিপ করে পড়বেন না। তো আপনি যদি একটি ভালো ব্রান্ড থেকে এক জোড়া বাইকার বুট কেনেন তবে এটা অনেক দিন লাস্টিং করবে সুধু রং চলে গেলে পুনরায় একটু রং করে নিতে হবে। একটা গুরুত্বপূর্ণ সাজেশন যদি বাইকার বুট কেনেন তবে সস্তা কিংবা ৬০০-৮০০ টাকার মধ্যে কোন বাইকার বুট কিনবেন না। কারন এগুলো বেশি দিন টিকবে না কাজেই এগুলো পরতেও পারবেন না।


Penny Loafers
Penny Loafers

Penny Loafers

পেনি লোফার্স হলো এমন একটি  যেটি অত্যন্ত কম্ফোর্টেবল এবং স্টাইলিশ। বিশেষ করে এই সু টি তখন জনপ্রিয় হয়ে যখন আমাদের দেশে শীত তেমন থাকে না কিংবা মাঝামাঝি থাকে। এমনকি এই জুতা গুলোকে গরম কালে মোজা ছাড়া ব্যবহার করতে পারবেন কারণ এগুলো অনেক অনেক বেশি কম্ফোর্টেবল। এছাড়া আপনি যদি আপনার অফিসে ফরমাল সু পরে বোর হয়ে যান তবে এই সু টি আপনি ট্রায় করতে পারেন। কারন একজোড়া পেনি লোফার্স অফিসে পরে যেতে পারেন। এমন কি আপনি যদি জিন্স কিংবা টি-শার্টের সাথে পরতে চান তাও কেজুয়াল সু হিসেবে ব্যবহার করতে পারবেন। কাজেই আপনার কাছে যদি পেনি লোফার্স না থাকে তবে অবশ্য এক জোড়া কিনতে পারেন।


Oxford Formal Shoe

Oxford Formal Shoe

অক্সফোর্ড ফরমাল সু হলো সকল প্রকার সু এর মধ্যে সব থেকে বেশি ভার্সেটাইল ফরমাল সু। আপনি যদি একজন অফিস গোইং হয়ে থাকেন আর যদি একটি সু কিনতে চান তবে আমার সাজেসন রইলো একজোড়া অক্সফোর্ড ফরমাল সু কেনেন। কারন এই মুহুর্তে এই সু হলো মাস্টার্স পিস। যেটি আপনার ওভারঅল লুক টিকে একদম চেঞ্জ করে দিতে পারে। তাই শীতে অফিস পরে যাওয়ার জন্য সু খুজলে অক্সফোর্ড ফরমাল সু হলো বেস্ট অপশন। 

গাইস এগুলো তো গেলো উইন্টার সু কিংবা জুতা। আপনি কি লেদার জ্যাকেট, বোমবার জ্যাকেট, ডেনিম জ্যাকেট, হুডি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান?  মানে সেগুলোর সাইজ, ফিটিং, টাইপ ও কালার এগুলোর সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন।

ধন্যবাদ!!!!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url