How to remove image background in one click

 

Image Background Remove In One Click


আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার খুব পটু। প্রতিদিন কোন না কোন মুহূর্তের ছবি তুলেই আপলোড করতে চাই। কিন্তু অনেক সময় এমন হয় একটা ছবি খুব সুন্দর করে তুলেছেন কিন্তু ব্যাকগ্রাউন্ড এ এমন কিছু চলে আসে যার ফলে ছবিটি আপলোড করতে পারছেন না।

মন সমস্যার সমাধান নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো। কিভাবে এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তাও আপনার হাতে থাকা স্মার্টফোন এর মাধ্যমে। How to remove image background in one click.

তো বন্ধুরা প্রথমেই আপনার ফোনের  App গুলোর মধ্য থেকে Chroma App টি খুজে বের করবেন।


তারপর Chroma এর মধ্যে প্রবেশ করবেন।


প্রবেশ করার পর উপরের ছবিটিতে ঘিরে দেওয়া Search or type web address লেখা যায়গাটির মতো একটি যায়গা পাবেন। ঐ খানে www.remove.bg লিখে Search করবেন। তাহলে নিচের ইন্টারফেস টির মতো একটি যায়গা নিয়ে যাবে।


এই ইন্টারফেস টি আসলে আপনি যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বলে ভেবেছেন সেটিকে Upload Image এ ক্লিক করে আপলোড করে দিবেন। Upload করার জন্য Upload Image বাটনে ক্লিক দিবেন। দেখবেন সঙ্গে সঙ্গে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ডাউনলোড দেওয়ার যায়গা নিয়ে যাবে।
তো ছবি আপলোড দিলে নিচের ইন্টারফেস টির মতো পাবেন। এখানে দেখেন Original অপশন সিলেক্ট করা অর্থাৎ Original ছবি টি এটি।


নিচের এই ইন্টারফেসটি দেখুন Removed Background সিলেক্ট করা অর্থাৎ Original ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এমন হয়েছে।

দেখেন কতো ক্লিয়ার ভাবে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। মনে হচ্ছে প্রফেশনাল কাউকে দিয়ে Edit টি করেছেন।
নিচের দিকে দেখবেন Download বাটন। এই বাটনে ক্লিক করে Background Remove হয়ে যাওয়া ছবি টি ডাউনলোড করে নিবেন।

তারপর, যেখানে খুশি ছবি টি শেয়ার করতে পারেন।
আমি আশা করি এই ছোট্ট একটি কাজের মাধ্যমে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন
ধন্যবাদ!!!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url